অত্যধিক রসুন খেলে কী সমস্যা ? রসুনের অনেক ওষধি গুণ রয়েছে। কিন্তু তাই বলে অত্যধিক রসুন খাওয়াও ক্ষতিকর। বেশিমাত্রায় রসুন খেলে নানারকম সমস্যা দেখা দেবে শরীরে। রসুন আমাদের রক্তকে তরল করে রাখে। ফলে অত্যধিক রসুন খেলে রক্তচাপ কমতে পারে। এর ফলে রক্তপাত বন্ধ হতে দেরি হতে পারে। এতে যে সালফার যৌগ থাকে তার জন্য মুখে দুর্গন্ধ হয়ে থাকে। বেশি রসুন খেলে হজমের সমস্যাও দেখা দেয়। ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।