ডায়াবেটিস হলে সারাজীবন কি ইনসুলিন নিতে হয় ?

Published by: ABP Ananda
Image Source: Freepik

ডায়াবেটিস হলে ইনসুলিন তার একটি অব্যর্থ ওষুধ।

Image Source: Freepik

পেটের নিচে কোমরে এই ইঞ্জেকশন নিতে হয়।

Image Source: Freepik

ইনসুলিন যে কোনও ডায়াবেটিক রোগীকে দেওয়া হয় না।

Image Source: Freepik

যে কারণে ইনসুলিন শুরু করা হয়েছে, তা নির্মূল হয়ে গেলে বন্ধ করা যায়।

Image Source: Freepik

অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহান্স নষ্ট হয়ে গেলে ইনসুলিন নিতে হবে সারাজীবন।

Image Source: Freepik

কিডনি স্থায়ীভাবে বিকল হয়ে থাকলেও একই কাজ করতে হয়।

Image Source: Freepik

কিন্তু অনেকক্ষেত্রে কিছুদিন ইনসুলিন দিলে আবার সচল হয় আইলেটস অফ ল্যাঙ্গারহানস।

Image Source: Freepik

সেক্ষেত্রে ইনসুলিন বন্ধ করে ট্যাবলেট খাওয়া যেতে পারে।

Image Source: Freepik

তথ্যসূত্র: ডা. নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক রিল থেকে

Image Source: Freepik