সারাক্ষণ ক্লান্তি? দিনভর অবসন্ন ভাব? কোন ভিটামিনের ঘাটতি?
Published by: ABP Ananda
Image Source: Pexels/Pixabay/Unsplash
টানা ঘুমিয়ে উঠলেও ক্লান্তি যেন কাটতে চায় না। গায়ে-হাতে ব্যথা। সারাক্ষণ ঝিম ধরা ভাব
Image Source: Pexels/Pixabay/Unsplash
সারাদিনের কাজের সময়েও ক্লান্তি কাটতে চায় না। সামান্য পরিশ্রম হলেই যেন ঘুম জড়িয়ে আসে। এমনটা হয়?
Image Source: Pexels/Pixabay/Unsplash
অবসন্ন ভাবের কারণে কাজে ভুল হয়। সারাদিনের কাজের পর এতটাই শ্রান্তি আসে যে বাড়ি ফিরে পরিবারকে সময় দেওয়া যায় না। এমন সমস্যার মুখোমুখি হয়ে থাকেন অনেকে।
Image Source: Pexels/Pixabay/Unsplash
আদতে এই সমস্যার কারণ কী? কেমন এমনটা হয়?
Image Source: Pexels/Pixabay/Unsplash
আমেরিকার মেডপার্ক হাসপাতালের সাইট বলছে, একাধিক ভিটামিনের অভাবে এমনটা হয়ে থাকে
Image Source: Pexels/Pixabay/Unsplash
ভিটামিন এবং প্রয়োজনীয় মিনারেল যদি পর্যাপ্ত পরিমাণে শরীরে না থাকে, তাহলে এমন সমস্যা হতে পারে
Image Source: Pexels/Pixabay/Unsplash
ভিটামিন B2, B3, B5, B6, B9, B12 এর ঘাটতি হলে দিনভর ক্লান্তিভাব পিছু ছাড়তে চায় না
Image Source: Pexels/Pixabay/Unsplash
ভিটামিন C এবং ভিটামিন D-এর ঘাটতি হলেও এমন হতে পারে। আয়রন এবং ম্যাগনেশিয়াম অপর্যাপ্ত থাকলেও এমন সমস্যা হতে পারে।
Image Source: Pexels/Pixabay/Unsplash
আমেরিকার মেডপার্ক হাসপাতালের সাইট বলছে, এদের অতিরিক্ত চা-কফি পানের অভ্যাস, ওবেসিটি বা স্থূলতার কারণেও এমনটা হতে পারে।
Image Source: Pexels/Pixabay/Unsplash
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।