রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে তা প্রভাব ফেলতে পারে চোখের উপরও, হতে পারে ডায়াবেটিক রেটিনোপ্যাথি

Published by: ABP Ananda

টাইপ ওয়ান এবং টাইপ টু ডায়বেটিক হলে ডায়বেটিক রেটিনোপ্যাথির আশঙ্কা বাড়ে

Published by: ABP Ananda

কীভাবে বুঝবেন আপনিও এই রোগের শিকার কিনা?

Published by: ABP Ananda

ক্ষণে ক্ষণে জল পিপাসা পেলে অর্থাৎ অনিয়ন্ত্রিত তৃষ্ণা এই রোগের উপসর্গ হতে পারে

Published by: ABP Ananda

অতিরিক্ত প্রস্রাব অর্থাৎ বহুমূত্র হলে ডায়াবেটিক রেটিনোপ্যাথির শিকার হতে পারেন

Published by: ABP Ananda

পেট ভরা থাকলেও খিদে পাওয়ার প্রবণতা বাড়তে থাকতে পারে

Published by: ABP Ananda

খিদে যেমন পাবে তেমনই রোগা হতে শুরু করবেন, তাই নজর রাখতে হবে সেদিকেও

Published by: ABP Ananda

প্রভাব পড়বে দৃষ্টিশক্তির উপরও মাঝেমধ্যে ঝাপসা দেখবেন

Published by: ABP Ananda

চোখে দেখতে পেলেও মাঝে কালো দাগ বা ঝাপসা অথবা একেবারেই দৃষ্টিশক্তি হ্রাস পেতে পারে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda