স্বাস্থ্যের জন্য ওজন ও উচ্চতার সঙ্গে সামঞ্জস্য রক্ষা কর জল খাওয়া দরকার।

Published by: ABP Ananda
Image Source: pexels

তবে দাঁড়িয়ে জল খাওয়ার চেয়ে বসে জল খাওয়া অনেক বেশি ভাল বলে মনে করেন চিকিৎসকরা।

Image Source: pexels

দাঁড়িয়ে জল স্নায়ু উত্তেজিত হয়ে পড়ে। বেড়ে যেতে পারে রক্তচাপ।

Image Source: pexels

দাঁড়িয়ে জল খাওয়া হজম প্রক্রিয়াকে প্রভাবিত করে যা গ্যাস, অ্যাসিডিটি বাড়াতে পারে।

Image Source: pexels

দাঁড়িয়ে জল খেলে কিডনির কার্যক্ষমতার উপর নেতিবাচক প্রভাব ফেলে

Image Source: pexels

দাঁড়িয়ে জল খেলে মানসিক চাপও বাড়তে পারে

Image Source: pexels

বসে জল খেলে মন শান্ত হয় এবং তেষ্টা সম্পূর্ণরূপে মিটে যায়

Image Source: pexels

বসে জল খাওয়া সার্বিক স্বাস্থ্যের জন্য উপকারী

Image Source: pexels

দাঁড়িয়ে জল খাওয়া হার্টের স্বাস্থ্যের জন্য ভাল নয়।

Image Source: pexels

সুতরাং, পরের বার যখন তেষ্টা পাবে, বসে জল পান করুন, এটা স্বাস্থ্যের জন্য ভাল

Image Source: pexels