নারকেলের দুধ, অলিভ ওয়েল, অ্যাপল সিডার ভিনিগার, মধু এবং শ্যাম্পু ভাল করে মিশিয়ে নিন

Published by: ABP Ananda

ওই শ্যাম্পু চুলে ব্যবহার করে, ঈষদুষ্ণ গরম জলে ধুয়ে নিন

Published by: ABP Ananda

অ্যালোভেরা জেল, আরগান তেল, ক্যাসটাইল সোপ এবং ভিটামিন ই ওয়েল মিশিয়ে নিন

Published by: ABP Ananda

ওই মিশ্রণ চুলে লাগিয়ে শ্যাম্পু করে গরম জল দিয়ে ধুয়ে ফেলুন

Published by: ABP Ananda

শিকাকাই, রিঠা, জল এবং নারকেল তেল একটা পাত্রে মিশিয়ে নিন

Published by: ABP Ananda

এই শ্যাম্পু চুলে দিয়ে হালকা হাতে মাসাজ করে নিতে হবে, এরপর ধুয়ে ফেলুন

Published by: ABP Ananda

অলিভ ওয়েল, শুকনো রোজমেরি, ক্যাসটাইল সোপ মেশাতে হবে ভাল করে

Published by: ABP Ananda

হালকা হাতে মাসাজ করতে হবে এরপর গরম জল দিয়ে ধুয়ে নিতে হবে

Published by: ABP Ananda

বাড়িতে বানানো শ্যাম্পুতে খুসকি কমে, চুল গজায়, চুল উজ্জ্বল হয়

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda