গরমকালে বেশ কিছু সবজি খাওয়া একেবারেই উচিত না, এতে শরীরের একাধিক ক্ষতি হতে পারে।

Published by: ABP Ananda
Image Source: pexels

গরমকালে পেটের সমস্য়া হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেই কারণেই খাওয়ার দিকে সতর্ক থাকতে হয়।

Image Source: pexels

অনেক সময়ে বেশ কিছু ফল আর সবজি গরমকালে শরীরে বিভি্ন্ন রকম সমস্যার সৃষ্টি করতে পারে।

Image Source: pexels

এমন কিছু সবজি আছে, যেগুলো শরীর গরম করে। যেমন রসুন। গ্রীষ্মকালে রসুন যুক্ত খাবার এড়িয়ে চলাই ভাল

Image Source: pexels

গরমকালে সবজি খাওয়ার থেকে বেশি জোর দিন ফলের দিকে। এতে শরীরে জলের পরিমাণ বাড়ে, শরীর ভাল থাকে।

Image Source: pexels

বীট, শালগম আর মুলোর মতো সবজি গরমকালে কখনোই খাওয়া উচিত নয়।

Image Source: pexels

ফুলকপি, বাঁধাকপি বা ব্রোকলির মতো সবজি গরমকালে খাওয়া উচিত নয়। এর ফলে গ্যাস হতে পারে

Image Source: pexels

পিঁয়াজ আর রসুনের মতো খাবার গরমকালে এড়িয়ে চলাই ভাল। এতে শরীর গরম হয়ে যায়

Image Source: pexels

গরমকালে মাশরুম খেলে শরীরের বিভিন্ন ক্ষতি হতে পারে। ফলে গরমে মাশরুম না খাওয়াই ভাল

Image Source: pexels

গরমকালে বেগুন খেলে অ্যাসিডিটি হতে পারে। এতে হজম ক্ষমতা দুর্বল হয়ে যেতে পারে।

Image Source: pexels