আজকাল রোদ থেকে বাঁচতে আমরা সানগ্লাস পরি।

আজকাল রোদ থেকে বাঁচতে আমরা সানগ্লাস পরি।

যদিও প্রকৃতই এই কারণে সানগ্লাস তৈরি হয়নি।

যদিও প্রকৃতই এই কারণে সানগ্লাস তৈরি হয়নি।

সানগ্লাস তৈরি হয়েছিল বিচারকদের ব্যবহারের জন্য।

সানগ্লাস তৈরি হয়েছিল বিচারকদের ব্যবহারের জন্য।

ইতিহাসবিদের মতে, ইতালিতেই সানগ্লাসের আবিষ্কার।

ইতিহাসবিদের মতে, ইতালিতেই সানগ্লাসের আবিষ্কার।

চিন দেশেও এর অস্তিত্ব একই সময়ে পাওয়া যায়।

চিন দেশেও এর অস্তিত্ব একই সময়ে পাওয়া যায়।

যদিও শুধুমাত্র চোখের আরাম নিয়ে তখনও ভাবা হয়নি।

যদিও শুধুমাত্র চোখের আরাম নিয়ে তখনও ভাবা হয়নি।

তেরো থেকে চোদ্দো শতকে এটি সর্বত্র ছড়িয়ে পড়ে।

তেরো থেকে চোদ্দো শতকে এটি সর্বত্র ছড়িয়ে পড়ে।

১৮ শতকের পর চশমার কাচে রঙ ব্যবহার শুরু হয়।

১৮ শতকের পর চশমার কাচে রঙ ব্যবহার শুরু হয়।

গোটা বিশ্বে ধীরে ধীরে এর ব্যবহার বদলাতে থাকে।

গোটা বিশ্বে ধীরে ধীরে এর ব্যবহার বদলাতে থাকে।

বলাইবাহুল্য রোদ থেকে সুরক্ষা দিতে অন্যতম সানগ্লাস।