দাঁতের ব্যথা খুব কষ্টকর। কিন্তু দাঁতের স্বাস্থ্য নিয়ে অনেকেই বড় উদাসীন।



কিন্তু জানেন কি, দাঁতের ইনফেকশন থেকে হৃদরোগ হতে পারে?



মাড়ির রোগ পেরিওডোন্টাইটিস হৃদরোগের ঝুঁকি বাড়ায়।



মুখ থেকে ব্যাকটেরিয়া রক্তে প্রবেশ করলে তা হার্টের রোগের কারণ হতে পারে।



সংক্রমিত দাঁত বা রুট ক্যানেল ইনফেশন থেকে ব্যাকটেরিয়া রক্তে প্রবেশ করতে পারে।



রুট ক্যানেলে দীর্ঘস্থায়ী সংক্রমণ শরীরে প্রদাহ সৃষ্টি করে, যা খুব বিপজ্জনক।



তবে দাঁতের ইনফেকশন সরাসরি হার্ট অ্যাটাকের কারণ নয়, তবে চিকিৎসা না করালে সংক্রমণ বিপজ্জনক হতে পারে।



ব্যাকটেরেমিয়া হৃদরোগ বা দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে বিপজ্জনক



রুট ক্যানেল একটি নিরাপদ পদ্ধতি, তবে হৃদরোগীদের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত।