খারাপ কোলেস্টেরোল বাড়লে তা জানান দেয় হৃদয়ে। তাছাড়া আরও কয়েকটি উপসর্গের বিষয়ে সতরেক থাকুন

Published by: ABP Ananda
Image Source: pexels

খারাপ কোলেস্টেরোল বেড়ে যাওয়ার পিছনে লাইফস্টাইলের ভূমিকা অনেকটাই, মনে করছেন চিকিৎসকরা।

Image Source: pexels

উচ্চ কোলেস্টেরোলের কারণে হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ে।

Image Source: pexels

কোলেস্টেরোল বাড়লে তার লক্ষণ দেখা যেতে পারে পায়েও।

Image Source: pexels

কোলেস্টেরোল বাড়লে পায়ে ব্যথা ধীরে ধীরে বাড়তে থাকে

Image Source: pexels

সারা দিনই পায়ে ভারী-ভাব অনুভূত হয়। হাঁটতে কষ্ট হয়।

Image Source: pexels

কোলেস্টেরোল বৃদ্ধির জন্য বেশিক্ষণ দাঁড়াতে কষ্ট হতে পারে। মনে হয় পায়ের ওজন বেড়ে গিয়েছে।

Image Source: pexels

এছাড়াও, কোলেস্টেরোল বেড়ে যাওয়ার ফলে পায়ের আঙুলে টান ধরতে পারে।

Image Source: pexels

কোলেস্টেরোল বাড়লে পায়ে অসাড়তা অনুভব হতে পারে।

Image Source: pexels

কোলেস্টেরোল বাড়লে পায়ে রক্ত ​​সঞ্চালন কম হতে পারে, যার ফলে পেরিফেরাল আর্টারি ডিসিজ হতে পারে

Image Source: pexels