দোহাই দেন অনেকেই
জানেনই না তাঁরা
মোটেই সহজ নয়
বিনিময়ে কোনও প্রত্যাশা না রাখা
হওয়াই নিঃস্বার্থ ভালবাসা
তাঁকে সেভাবেই ভালবাসা
চাওয়াও এর লক্ষণ
আশা না করে
পড়াও নিঃস্বার্থ ভালবাসা
বিসর্জন দেওয়া
ক্ষতি সহ্য করা নিঃস্বার্থ ভালবাসা
যখন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে
তাও নিঃস্বার্থ ভালবাসা