গর্ভবতী অবস্থায় খাওয়া দাওয়া নিয়ে নিয়মানুবর্তিতা থাকে, শরীরে সুস্থতার জন্য সেগুলো মেনে চলা উচিত।

Published by: ABP Ananda
Image Source: pexels

খাবারের পাশাপাশি, এমন একাধিক জিনিস রয়েছে সেগুলো গর্ভাবস্থায় কখনোই পান করা উচিত নয়।

Image Source: pexels

গর্ভাবস্থায় কিছু জিনিস পান করলে কেবল মা নয়, শিশুরও বেশ ক্ষতি হতে পারে।

Image Source: pexels

অন্তঃসত্ত্বা থাকাকালীন কোনও এনার্জি ড্রিঙ্ক খাওয়া উচিত নয়, এতে মা ও শিশু উভয়েরই ক্ষতি হতে পারে।

Image Source: pexels

গর্ভাবস্থায় কোনও প্যাকেটজাত খাবার এড়িয়ে চলাই ভাল, এদের বিভিন্ন প্রিজারভেটিভজ থাকে।

Image Source: pexels

প্যাকেটজাত যে কোনও রকম পানীয়, বিশেষ করে মিষ্টি পানীয় গর্ভবতী মহিলাদের এড়িয়ে চলাই ভাল।

Image Source: pexels

কফিতে ক্যাফিনের পরিমাণ খুব বেশি থাকে, এতে গর্ভপাতের ঝুঁকে বাড়ে, ফলে এই পানীয় এড়িয়ে চলাই ভাল।

Image Source: pexels

গর্ভধারণের সময় মদ্যপান করলে শিশুর শারীরিক ও মানসিক বিকাশে সমস্যা হতে পারে, ফলে এড়িয়ে চলাই ভাল।

Image Source: pexels

গর্ভবতী মহিলাদের নরম পানীয় একেবারেই পান করা উচিত নয়।

Image Source: pexels

গর্ভবতী মহিলাকে বেশি করে জল, স্মুদি এবং ভেষজ চা-এর মতো জিনিস পান করা উচিত।

Image Source: pexels