বয়সের সঙ্গে ত্বক বুড়িয়ে যাওয়া... এই সমস্যা তো ঘরে ঘরে। এর সমাধান খুঁজছেন সবাই।

Published by: ABP Ananda
Image Source: pexels

'বুড়িয়ে যাওয়া' বলতে, ত্বকে সূক্ষ বলিরেখা দেখা যাওয়া। তবে এই সমস্যার সমাধান ও হতে পারে ঘরোয়া কয়েকটা জিনিসেই

Image Source: pexels

প্রথমত, শরীরে মেদ জমতে দিলে চলবে না। শরীরে মেদ জমলে তার প্রভাব পড়ে ত্বকের ওপর।

Image Source: pexels

প্রতিদিন ঘুমানোর আগে ত্বকে অ্যালোভেরা জেল লাগাতে পারেন। এতে ভিটামিন ই থাকে, যা ত্বককে ময়েশ্চারাইজড রাখে।

Image Source: pexels

নারকেল তেল দিয়ে মুখে হালকা ম্যাসাজ করতে পারেন। এতে মুখের ফাইন লাইনস কমে যায়।

Image Source: pexels

ডিমের সাদা অংশ মুখে লাগিয়ে ১৫ মিনিট পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলেই ত্বক টানটান থাকে।

Image Source: pexels

মুখের উজ্জ্বলতা ধরে রাখার জন্য পাকা কলা এবং মধুর মিশ্রণ মুখে লাগাতে পারেন।

Image Source: pexels

প্রতি রাতে ঘুমানোর আগে রোজ ওয়াটার মুখে লাগিয়ে ঘুমালে ত্বক নরম থাকে।

Image Source: pexels

ত্বকে লেবু আর মধু মিশিয়ে লাগালে চামড়ার ভাঁজ হালকা হয়, চেষ্টা করে দেখতে পারেন।

Image Source: pexels

ত্বক ভাল রাখতে অধিক পরিমাণে জল পান করুন। এক গ্লাস জলে লেবুর রস মিশিয়ে পান করতে পারেন।

Image Source: pexels