জন্মের পরে কীভাবে বুঝবেন শিশুর অটিজম আছে কিনা ?

Published by: ABP Ananda
Image Source: Pixabay

শিশুর জন্মের পরে তাঁকে ঘিরে অনেক আনন্দের মেঘ জমে ওঠে বাবা-মায়ের মনে।



কিন্তু আরেকটি ভয়ও কাজ করে, অনেকেই ভাবেন তাঁর শিশু ঠিকভাবে বেড়ে উঠছে তো ?



শিশুর আচরণে খানিক বদল বা অস্বাভাবিক কিছু লক্ষ্য করলেই ভয় বাড়ে।



এই লক্ষণগুলি বলে দেবে আপনার শিশুর মধ্যে অটিজম আছে কিনা।



আপনার শিশু ২-৩ মাস বয়সেও আপনার চোখের দিকে না তাকালে সতর্ক হোন।



৪ মাস বয়সী শিশু যদি হাসিতে প্রতিক্রিয়া না দেখায় তাহলে অটিজমের সম্ভাব্য লক্ষণ।



৬ মাস বয়স হওয়ার পরেও যদি বাবা-মায়ের কথায় সাড়া না দেয় শিশু তাহলে সতর্ক হোন।



শিশু যদি একা একাই খেলে তাহলে অটিজমের সম্ভাবনা রয়েছে।



এই সমস্যার সমাধানে ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ানের সঙ্গে যোগাযোগ করা দরকার দ্রুত।