টকদই খাওয়া সবসময়েই স্বাস্থ্যের পক্ষে ভাল। রোজই অল্প করে টকদই খাওয়া যেতে পারে।

Published by: ABP Ananda

চিনির পরিবর্তে নুন দিয়ে টকদই খেলে উপকার বেশি পাবেন। তাই এই নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda

ওটস, কর্নফ্লেক্স, মুসলি - সবের সঙ্গেই টকদই মিশিয়ে খাওয়া যায়। এছাড়া শুধুও খেতে পারেন টকদই।

Published by: ABP Ananda

শসা এবং টকদই দিয়ে তৈরি রায়তা খেলেও ভাল থাকবে শরীর-স্বাস্থ্য। ওজন কমাতে এই খাবার দারুণ ভাবে সাহায্য করে।

Published by: ABP Ananda

টকদই দিয়ে ঘোল কিংবা শরবত করে খেলেও উপকার পাবেন অনেক। দীর্ঘক্ষণ পেট ভরে থাকবে আপনার।

Published by: ABP Ananda

এবার জেনে নেওয়া যাক, নিয়মিত টকদই খাওয়ার অভ্যাস আপনার শরীর-স্বাস্থ্যের কী কী উপকার করবে।

Published by: ABP Ananda

টকদইতে থাকে ক্যালশিয়াম। এই উপকরণ আমাদের হাড়ের গঠন মজবুত করে। শরীরে ক্যালশিয়ামের ঘাটতি দূর হয় টকদই খেলে।

Published by: ABP Ananda

টকদই খেলে ভাল থাকবে ত্বক ও চুলের স্বাস্থ্য। উজ্জ্বল থাকবে ত্বক। চুল হবে নরম ও মোলায়েম। চুল পড়ার সমস্যা কমবে।

Published by: ABP Ananda

প্রচুর পরিমাণে প্রোটিন থাকে টকদইয়ের মধ্যে। যাঁরা নিরামিষভোজী, অবশ্যই রোজ অল্প করে টকদই খাওয়ার চেষ্টা করুন।

Published by: ABP Ananda

হৃদযন্ত্রের স্বাস্থ্যের খেয়াল রাখে টকদই। রোজ অল্প করে খেলে বাড়বে ইমিউনিটি। দূর হবে হজমের যাবতীয় সমস্যা।

Published by: ABP Ananda