শীতকালে বিভিন্ন রকমের সবজি খেয়ে সুখ রয়েছে। আর শীতের একটি জনপ্রিয় খাবার জিনিস হল কড়াইশুঁটি বা মটরশুঁটি।

Published by: ABP Ananda
Image Source: Pexels

কাঁচা কিংবা সেদ্ধ করে মটরশুঁটি খেলে শরীর-স্বাস্থ্যের অনেক উপকার হবে। স্যালাডে এভাবে মটরশুঁটি দিয়ে খেতে পারেন আপনি।

Published by: ABP Ananda
Image Source: Pexels

এবার জেনে নেওয়া যাক, মটরশুঁটি খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে কেন ভাল, কী কী উপকার হবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

মটরশুঁটির মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। যাঁরা নিরামিষ খাবার খান, তাঁরা প্রোটিন হিসেবে এই খাবার রাখতে পারেন মেনুতে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

কড়াইশুঁটির মধ্যে প্রচুর পরিমাণে ফাইবারও রয়েছে। তাই এই খাবার খেলে আপনার পেট ভরে থাকবে অনেকক্ষণ।

Published by: ABP Ananda
Image Source: Pexels

প্রচুর ভিটামিন সমৃদ্ধ মটরশুঁটি খেলে আমাদের শরীরে ভালভাবে পুষ্টির জোগান হবে। ফলে ভাল থাকবে শরীর-স্বাস্থ্য।

Published by: ABP Ananda
Image Source: Pexels

হৃদযন্ত্রের স্বাস্থ্য ভাল রাখতে মটরশুঁটি খেতে পারেন। শীতের দিনে রোজ অল্প করে এই খাবার খাওয়াই যায়। তবে বেশি খেলে পেটে ব্যথা হবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে মটরশুঁটি। তাই যাঁদের ডায়াবেটিস রয়েছে, তাঁরা মটরশুঁটি খেতে পারেন অনায়াসে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

চোখের স্বাস্থ্যের জন্য মটরশুঁটি খাওয়া খুবই ভাল। বাড়ির বাচ্চাদের তাই শীতের মরশুমে রোজই অল্প করে মটরশুঁটি খাওয়াতে পারেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

মটরশুঁটি খেলে হাড়ের গঠন মজবুত হবে। এছাড়াও শরীরের ইমিউনিটি বাড়বে। অতএব শীতের দিন অবশ্যই খেতে হবে মটরশুঁটি।

Published by: ABP Ananda
Image Source: Pexels