আমরা সকলেই কমবেশি বাটার বা মাখন খেতে পছন্দ করি

পাউরুটিতে হোক বা সবজিতে, বিভিন্ন খাবারে বাটার মেশানো হয়

কিন্তু, এটা জানেন কি যে বেশি মাখন খেলে রোগ হতে পারে ?

চলুন জেনে নেওয়া যাক বেশি Butter খেলে কোন কোন রোগ হয়

বেশি Butter খেলে স্থূলতা আসে

বাটারে অনেক স্যাচুরেটেড ফ্যাট থাকে। ফলে, হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো সমস্যা দেখা দিতে পারে

বেশি Butter খেলে উচ্চ রক্তচাপের শিকার হতে পারেন

ব্লাড সুগারের পরিমাণও বেড়ে যেতে পারে

বেশি বাটারে কোলেস্টেরলের সমস্যা বাড়তে পারে

ক্যানসারের মতো রোগের ঝুঁকিও বেড়ে যায়