স্নান করে, সেজে
হয়ত বেরোলেন


কিন্তু বাড়ির বাইরে
পা রাখা মাত্রই


ঘেমেনেয়ে একসা
হওয়ার জোগাড় হয়


বিশেষ করে মুখ
বেশি ঘামে অনেকের


মুখের ঘাম রোখার
কিছু উপায় রয়েছে


অ্যান্টিপার্সপিরেন্ট
ব্যবহার করতে পারেন


ফেসিয়াল ওয়াইপ
হোক তেলমুক্ত


সুতির জামাকাপড়
পরার চেষ্টা করুন


বেশি করে
জলপান করুন


ঝাল-মশলা থেকে
দূরে থাকুন


ট্যালকম পাউডার
লাগাতে পারেন


ওজন নিয়ন্ত্রণে
রাখার চেষ্টা করুন