দই না হলে ভাতই
হজম হয় না অনেকের


রোজ দই খেলে কী
উপকার পাবেন জানুন


রোজ পাতে দই থাকলে
হজমের সমস্যা হবে না


দই রোগ প্রতিরোধ
ক্ষমতা বাড়িয়ে তোলে


হাড় এবং দাঁত মজবুত
করে তোলে দই


অনেক ক্ষণ পেট ভরিয়ে রাখে
বলে ওজন নিয়ন্ত্রণে থাকে


রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে দই,
টাইপ ২ ডায়বিটিস দূরে রাখে


দইয়ের প্রোবায়োটিক
মেজাজ ফুরফুরে রাখে


ব্রণ, এগজিমা, প্রদাহজনিত
সমস্যা দূর হয়


তবে এব্য়াপারে অবশ্যই
বিশেষজ্ঞের পরামর্শ নিন