সারাদিনের খাবারে অনেকেই রসুনের ব্যবহার করেন। খাবারের স্বাদ বাড়াতে এই আনাজ অপরিহার্য।

Published by: ABP Ananda
Image Source: pexels

শুধু খাবারের স্বাদ বাড়াতে নয়, রসুনের একাধিক পুষ্টিগুণ রয়েছে। শরীরের একাধিক উপকারে লাগে এই আনাজ

Image Source: pexels

তবে রসুন কখনোই অতিরিক্ত খাওয়া ভাল নয়। বিশেষ করে গর্ভাবস্থায় খুব মেপে রসুন খাওয়া উচিত।

Image Source: pexels

রসুনে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল-এর মতো অনেক বৈশিষ্ট্য রয়েছে।

Image Source: pexels

গর্ভাবস্থায় অল্প পরিমাণে রসুন খাওয়া ভাল বলেই মনে করেন চিকিৎসেরা। তবে কাঁচা রসুন একেবারেই খাওয়া উচিত নয়।

Image Source: pexels

অন্তঃসত্ত্বা মহিলারা রান্নায় অল্প রসুন দিয়ে খেতে পারেন। তবে সেই রসুন অবশ্যই সঠিকভাবে রান্না করা হতে হবে।

Image Source: pexels

রসুন রান্না করে খেলে ব্যাকটেরিয়ার সংক্রমণ কমাতে পারে। এতে শরীরের উপকারই হবে।

Image Source: pexels

তবে গর্ভাবস্থায় বেশি পরিমাণে রসুন খেলে হজমের সমস্যা বা বুকজ্বালা বাড়তে পারে।

Image Source: pexels

গর্ভাবস্থায় কাঁচা রসুন খাওয়া এড়িয়ে যাওয়া উচিত। এতে হজম-সহ একাধিক সমস্যা হতে পারে।

Image Source: pexels

গর্ভাবস্থায় রসুন খেতে চাইলে গার্লিক পাউডার, গার্লিক পেস্ট, বা রান্না করা রসুন ব্যবহার করতে পারেন

Image Source: pexels