বর্ষায় ঘরের ভিতর গাছ রাখতে নাজেহাল? গাছ মরে যাচ্ছে? এই গাছগুলি বাড়িতে রাখলে আর ভাবতে হবে না।

Published by: ABP Ananda
Image Source: Pinterest/Pinnamon_

জেব্রা প্ল্যান্ট

ডোরাকাটা এই গাছটির আর্দ্রতা খুব প্রিয়। ফল বর্ষাকালে এই গাছ বেঁচে থাকে সহজেই। তবে উজ্জ্বল আলোকে রাখলে সবচেয়ে ভাল ফল পাবেন।

Image Source: Pinterest/succulentsnetwork

স্পাইডার প্ল্যান্ট

স্পাইডার প্ল্যান্ট বায়ুকে শুদ্ধ করে। এই গাছও আর্দ্রতা ভালবাসে। একটু বেশি জল দিয়ে ফেললেও এই গাছ সহ্য করে নিতে পারে।

Image Source: Pinterest/hgtv

পিস লিলি

পিস লিলি বর্ষাকালের জন্য খুব জনপ্রিয় ফুল। এই গান ঘরের বায়ু শুদ্ধ করে। হালকা ভিজে মাটি পছন্দ করে এই গাছ ফলে বর্ষাকালের জন্য আদর্শ

Image Source: Pinterest/cappomacola

ফার্ণ

ফার্ণ জাতীয় এই গান ভীষণ নরম প্রকৃতির এবং ভারী সুন্দর দেখতে। এই গাছ আর্দ্রতা পছন্দ করে। ঘরের বারন্দায় খুব ভালভাবে রাখা যায় এই গাছ

Image Source: Pinterest/balconygardenwe

Syngonium

Syngonium গাছের পাতা খুব সুন্দর দেখতে। এই গাছ আর্দ্রতা ভালবাসে, ফলে বর্ষাকালে অনায়াসেই ঘরের মধ্যে বেড়ে ওঠে।

Image Source: Pinterest/begreenplants

ফিটোনিয়া

সবুজ পাতার মধ্যে বিভিন্ন রঙের শিরা উপশিরাওই এই গাছের সৌন্দর্য্য। উচ্চ তাপমাত্রায় এই গাছ বাঁচতে পারে না, ফলে বর্ষাকাল এই গাছের জন্য আদর্শ।

Image Source: Pinterest/houseplant411

Alocasia Polly

অ্যালোকাসিয়া পলি গাছটি এর পাতার অদ্ভুত আকৃতির জন্য জনপ্রিয়। এটি একটি বিদেশি উদ্ভিদ যে অল্প আলোয় ভাল থাকে, পছন্দ করে আর্দ্রতা।

Image Source: Pinterest/greeneryunlimitedco

ক্যালথিয়া অরবিফোলিয়া

ক্যালাথিয়া অরবিফোলিয়া গাছটিও আর্দ্রতা ভালবাসে। এই গাছটি এর পাতার জন্য নজর টানে।

Image Source: Pinterest/philsfish

Adanson's monstera

পাতায় অদ্ভুত ছিদ্র থাকার জন্য এই গাছ ভীষণ জনপ্রিয় আর শৌখিন ও। এই গান আর্দ্রতা ভালবাসে। বর্ষাকালেও গায়ে হালকা জল ছিটিয়ে দিলে এই গাছ ভাল থাকে।

Image Source: Pinterest/benji_plant