Image Source: Freepik

ঘন ঘন হাই তোলার অভ্যাস রয়েছে অনেকের। এতে আশেপাশের কেউ কেউ বিরক্ত হন।

Image Source: Freepik

কিন্তু এটি একটি শারীরিক সমস্যার লক্ষণ হতে পারে।

Image Source: Freepik

ঘন ঘন হাই তোলার পিছনে একাধিক কারণ থাকে। এর মধ্যে অন্যতম হল দুশ্চিন্তার প্রবণতা।

Image Source: Freepik

অনেকের শ্বাসের অল্প বিস্তর সমস্যা থাকে। তেমনটা হলেও হাই তোলেন অনেকে।

Image Source: Freepik

ক্লান্তির কারণে হাই ওঠে। ঘন ঘন ক্লান্ত হয়ে পড়া বড় রোগের কারণ হতে পারে।

Image Source: Freepik

হাই তুললে অনেকটা হাওয়া একসঙ্গে শরীরে যায়। যা ফুসফুসের কলাকোষকে প্রসারিত করে।

Image Source: Freepik

প্যানিক অ্যাটাকের প্রবণতা থাকলে অনেকে ঘন ঘন হাই তোলেন।

Image Source: Freepik

হার্টের সমস্যা থাকলেও বারবার হাই তোলার অভ্যাস দেখা যায়।

Image Source: Freepik

বারবার হাই তোলাকে নেহাত অভ্যাস হিসেবে না দেখাই ভাল। বরং এর জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া ভাল।

Image Source: Freepik

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।