Image Source: Pixabay

রান্নার ছুরি বঁটিতে অনেক সময় হাত কেটে ছড়ে যায়। আর কাটা জায়গায় প্রচন্ড জ্বালা হয়।

Image Source: Pixabay

এছাড়াও, বাচ্চারা খেলতে গিয়ে হাত পা কাটে। ভুলবশত, ধারালো জিনিসে বড়দেরও হাত কাটে।

Image Source: Pixabay

কাটা ছেড়ার জ্বালা কমাতে ঘরোয়া সমাধানই কার্যকর। রান্নাঘরের কিছু জিনিস এই ব্যথা কমাতে সাহায্য করে।

Image Source: Pixabay

প্রথমে ভাল করে জলে ধুয়ে নিতে হবে কাটা জায়গা।

Image Source: Pixabay

সাবান জলে তুলো ডুবিয়ে ধুতে হবে। যাতে ক্ষতের মধ্যে জল না ঢুকে যায়।

Image Source: Pixabay

এর পর বেশ কিছুটা তুলো চাপা দিয়ে ধরতে হবে সেখানে। এতেই রক্ত পড়া অনেকটা বন্ধ হয়।

Image Source: Pixabay

১০-১৫ মিনিটে রক্ত পড়া কমে যাওয়ার কথা। না কমলে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে দ্রুত।

Image Source: Pixabay

রক্ত বন্ধ হলে সেখানে হলুদ লাগাতে পারেন। হলুদ জ্বালাভাব কমায়।

Image Source: Pixabay

অ্যালোভেরার মধ্যে অ্যান্টিসেপটিক উপাদান রয়েছে। এর ফলে ব্যথা কমে যায়।

Image Source: Pixabay

নারকেল তেলের মধ্যেও রয়েছে অ্যান্টিবায়োটিক উপাদান। এটি ক্ষত সারাতে সাহায্য করে। (ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।)