শরীরে মেদ যত বেশি, এই রোগের ঝুঁকিও বেশি।

একে মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড স্টিয়াটোটিক লিভার ডিজ়িজ় বা এমএএসএলডি-ও বলে ।

একেই আগে নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বলা হত

ফ্যাটি লিভার হলে শরীরে দেখা যায় কতকগুলি লক্ষণ

বমি বমি ভাব অনুভব করা

খিদে চলে যাওয়া, কিছু খেলেই পেটে চাপ ধরা এর লক্ষণ

ফ্যাটি লিভারের ফলে শরীরে সবসময় ক্লান্তি বোধ হয়

যাদের শরীরে মেদ যত বেশি, তাদের ফ্যাটি লিভারের ঝুঁকিও বেশি।

পেটের উপরের অংশে ফোলা ভাব ফ্যাটি লিভারের লক্ষণ হতে পারে

হাতে ফুসকুড়ি, লাল চাকার মতো দাগও ফ্যাটি লিভারের লক্ষণ হতে পারে