ঝুরো চা-পাতার জায়গায়
টি-ব্যাগের ব্যবহার বেড়েছে


বিশেষ করে গ্রিন টি পান করতে
টি-ব্যাগই ব্যবহার করি আমরা


কিন্তু টি-ব্যাগ ব্যবহারের পর
তা অন্য কাজেও লাগাতে পারেন


ফ্রিজে রাখা ব্যবহৃত টি-ব্যাগ
চোখের নীচের ফোলাভাব কমায়


টি-ব্যাগ শুকিয়ে ভিতরের গুঁড়ো পাতা
গাছের গোড়ায় দিন সার হিসেবে


শুকিয়ে নিয়ে টি-ব্যাগ জুতো ও ফ্রিজে
রাখলে দুর্গন্ধ দূর হয়


গরম জলে ডুবিয়ে মুখে ভাপ নিন,
প্রাকৃতিক টোনারের কাজ করে


কাটা-ছড়া-পোড়া ত্বকে
লাগালে জ্বালাভাব কমায়


গরম জলে ফেলে পা ডুবিয়ে বসুন,
ব্যথা, ফোলা কমে যাবে


মেঝেয় কিছু পড়ে দাগ হলে
গরম টি-ব্যাগে ঢেকে রেখে ঘষে নিন