খেতে ভালবাসেন? জানেন কি রাতে কোন কোন খাদ্যদ্রব্য এড়িয়ে চলা ভাল?

Published by: ABP Ananda

ডার্ক চকোলেটে প্রবল পরিমাণে ক্যাফেইন থাকে যা ঘুমের সমস্যা তৈরি করে। ঘুমের পরিমাণ এমনিতেও খারাপ করে।

Published by: ABP Ananda

দুগ্ধজাত দ্রব্য হজমের সমস্যা তৈরি করে। ল্যাকটোজের উপস্থিতি অস্বস্তিকর রাত এনে দেয়।

Published by: ABP Ananda

কার্বোনেটেড সফট ড্রিঙ্ক 'ব্লোটিং' বা অস্বস্তি তৈরি করে। ঘুম কমায়।

Published by: ABP Ananda

প্রচুর পরিমাণে প্রোটিন আছে এমন খাবার ঘুমে সমস্যা তৈরি করে। ইনসমনিয়া বা অস্বস্তির সৃষ্টি করে।

Published by: ABP Ananda

প্রচুর চিনি রয়েছে এমন খাবার, যেমন ক্যান্ডি জাতীয় খাবার রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়িয়ে দেয়। ফলে ঘুম কমে এবং রাতে খিদে পায়।

Published by: ABP Ananda

ফ্যাটজাত খাবার হজম হতে সময় নেয়। ফলে এই ধরনের খাবার রাতের ঘুমে ব্যাঘাতের সৃষ্টি করে। বদহজম, অ্যাসিডিটির মতো সমস্যা হতে পারে।

Published by: ABP Ananda

রাতে মশলাদার বা ঝাল খাবার এড়িয়ে চললে বদহজম থেকে রক্ষা পাবেন, শরীরে অস্বস্তি, পেট ব্যথার সুযোগও থাকবে না।

Published by: ABP Ananda

ক্যাফেইন জাতীয় দ্রব্য এড়িয়ে চলা ভাল কারণ এটি উদ্দীপক যা ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। শরীরকে শান্ত হতেও বাধা দেয়।

Published by: ABP Ananda

টিনজাত খাবার (processed food) রাতে খেলে ওজন বাড়ে রাতারাতি, এছাড়া শরীরে অপ্রয়োজনীয় ফ্যাট জমা হয়।

Published by: ABP Ananda