বারবার নখকুনি? নখের গোড়ায় উল্টো চামড়া? কোন ভিটামিনের অভাব?
Published by: ABP Ananda
Image Source: Pexels/Pixabay/Unsplash
নখ সৌন্দর্যের অঙ্গ। পাশাপাশি নখের উপর নির্ভর করে স্বাস্থ্যও।
Image Source: Pexels/Pixabay/Unsplash
অনেকসময় নখ বেড়ে ওঠার আগেই ভেঙে যায়।
Image Source: Pexels/Pixabay/Unsplash
অনেকসময় ভুগতে হয় নখকুনির সমস্যায়। নখকুনির কারণে ব্য়থাও হয়
Image Source: Pexels/Pixabay/Unsplash
নখের গায়ে চামড়াতেও সমস্যা হয়। অনেকসময় উল্টো চামড়া ওঠে। এসব কারণে অস্বস্তি হয়। প্রতিদিনের কাজ করতেও সমস্যা হয়
Image Source: Pexels/Pixabay/Unsplash
নখ ভেঙে যাওয়া, নখকুনির কারণে ব্য়থা হয়। খাওয়া, বাসন মাজার মতো প্রতিদিনের কাজেও সমস্যা হয়
Image Source: Pexels/Pixabay/Unsplash
কেন এমন সমস্যা হয়? চামড়ার কোনও সমস্যার জন্য এমন হতে পারে। ভিটামিনের অভাবও হতে পারে
Image Source: Pexels/Pixabay/Unsplash
Everyday Health- অনুযায়ী ভিটামিন বি ১২, বায়োটিনের ঘাটতি হলে এমনটা হতে পারে।
Image Source: Pexels/Pixabay/Unsplash
জিঙ্ক এবং ভিটামিন ডি-এর অভাবেও নখের নানা সমস্যা হয়ে থাকে।
Image Source: Pexels/Pixabay/Unsplash
প্রয়োজন পর্যাপ্ত ভিটামিন সি। এর অভাবেও নখ ভাঙা, নখের উপর সাদা দাগ, নখকুনির সমস্যার জন্য দায়ী।
Image Source: Pexels/Pixabay/Unsplash
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।