ফ্যাটি লিভার, সিরোসিসের আশঙ্কা কমায় কফি, অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় লিভারের স্বাস্থ্যের খেয়াল রাখে

Published by: ABP Ananda

নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার থাকলে লিভারের এনজ়াইমে পরিমাণ হ্রাস করে গ্রিন টি

Published by: ABP Ananda

যে কোনও ধরনের বেরিতেই রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ফ্যাটি লিভারের আশঙ্কা কমায় এবং লিভারের স্বাস্থ্যের উন্নতি ঘটায়

Published by: ABP Ananda

লিভারে এনজ়াইমের পরিমাণ হ্রাস করে অলিভ ওয়েল

Published by: ABP Ananda

ফ্যাট যুক্ত মাছে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড তাতে লিভারের প্রদাহ কমতে পারে

Published by: ABP Ananda

রসুনে রয়েছে এমন বৈশিষ্ট্য যা লিভারের এনজ়াইমগুলিকে সক্রিয় রাখে এবং ডিটক্সিফাই করতে সাহায্য় করে

Published by: ABP Ananda

দুরকম আঙুর লিভারের জন্য উপকারী, লিভারের প্রদাহ এবং ক্ষতি দূর করতে পারে

Published by: ABP Ananda

অক্সিডেটিভ স্ট্রেস কমায় বিটের রস, ফলে নিয়মিত পানে লিভার থাকে সুস্থ

Published by: ABP Ananda

ব্রোকোলি, ফুলকপি, বাঁধাপকপির মতো সবজি ডিটক্সিফাই করে এমন এনজ়াইম সক্রিয় করে তোলে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসা পদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda