লোহায় কেটে গেলেই কি টিটেনাস নিতে হবে ?

Published by: ABP Ananda
Image Source: pexels

টিটেনাস একটি মারাত্মক রোগ যা ক্লস্ট্রিডিয়াম টিটেনি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট।

Image Source: pexels

এই ব্যাকটেরিয়া মাটি এবং জং ধরা ধাতুতে পাওয়া যায়।

Image Source: pexels

টিটেনাসের সংক্রমণ থেকে পেশিতে টান ধরে এবং তীব্র যন্ত্রণা হতে থাকে।

Image Source: pexels

এই রোগ থেকে বাঁচতে টিটেনাসের ইনজেকশন খুবই জরুরি।

Image Source: pexels

যখনই কোনো গভীর ক্ষত বা কাটে, টিটেনাসের ইনজেকশন অবশ্যই নেওয়া উচিত।

তবে লোহায় কাটলেই টিটেনাস নিতে লাগে না।

Image Source: pexels

আঘাত যদি কোনো জং ধরা লোহা দিয়ে লাগে, তবে তা মারাত্মক হতে পারে।

টিটেনাস একবার নিলে তাঁর প্রভাব থাকে ১০ বছর পর্যন্ত।

Image Source: pexels

গর্ভবতী মহিলাদের এই ইনজেকশনটি পঞ্চম ও সপ্তম মাসে দেওয়া হয়।

Image Source: pexels

ছোটবেলায় এই টিকা ২, ৪, ৬ এবং ১৮ মাস বয়সে দেওয়া হয়।

Image Source: pexels