ক্যাফিন কফি খান বুঝেশুনে, ক্যাফিন নিয়মিত বেশি পরিমাণে শরীরে গেলে কিডনির উপর প্রভাব ফেলে।

কার্বোনেটেড ড্রিংকস বা Cold Drinks কিডনির ক্ষতি করতে পারে।

প্যাকেট বন্দি ফ্রুট জুসে অনেক প্রিজারভেটিভ ও চিনি থাকে। এড়িয়ে চললেই ভাল।

অতিরিক্ত মদ্যপান লিভারের সঙ্গে সঙ্গে কিডনিরও ক্ষতি করে।

কিডনির অসুখে প্রোটিন ইনটেক লিমিটেড করতে হয়।

সিম ও ডাল

কিডনির সমস্যার সঙ্গে যদি ডায়াবেটিসের সঙ্গে সংযোগ থাকে, তাহলে রাঙা আলু এড়িয়ে চলুন

প্রক্রিয়াজাত মাংস

ড্রাই ফ্রুট খাওয়া শরীরের পক্ষে ভাল তবে কিডনির অসুখ থাকলে অতিরিক্ত ড্রাইফ্রুট খাওয়া যাবে না

পটাশিয়াম যুক্ত ফলও কিডনির অসুখে এড়িয়ে চলা দরকার।