তেঁতুল জলের নাম
শুনলেই জল আসে জিভে


ওজন কমানোর ক্ষেত্রেও
কিন্তু সহায়ক তেতুল জল


এই টোটকার কথা
না জানলে জেনে নিন


তেঁতুল জলে প্রচুর
পরিমাণ ফাইবার থাকে


ফলে পেট ভরা থাকে,
চট করে খিদে পায় না


ফ্যাভনয়েডে সমৃদ্ধ হওয়ায়
মেটাবলিক রেটের উন্নতি হয়


বিশ্রামরত অবস্থাতেও
শরীরের ক্যালরি ঝরে যায়


ল্যাক্সেটিভ উপাদান
পেটের ফোলা ভাব কমায়


শরীরে যে মেদ জমে,
তা প্রতিরোধ করে তেঁতুল জল


শরীরকে বিষমুক্ত করে,
শরীরকে সুস্থ রাখে
অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন