কিছু রোগের কারণে বার বার জল তৃষ্ণা পেতে পারে

তৃষ্ণা পাওয়া একটা স্বাভাবিক বিষয়। কিন্তু, বারবার জল তৃষ্ণা পাওয়া রোগের কারণ হতে পারে

অনেকেরই বারবার জল তৃষ্ণা পায়। যা এড়িয়ে যাওয়া ক্ষতিকারক হতে পারে

চলুন জেনে নেওয়া যাক, কোন কোন রোগের কারণে বারবার জল তৃষ্ণা লাগে

বারবার জল পানের ইচ্ছার পেছনে থাকতে পারে ডায়াবেটিস

সুগারের মাত্রা বেশি থাকার ফলে কিডনি তা ফিল্টার করতে বেশি প্রস্রাব উৎপাদন করে। যার জেরে শরীরে জলের অভাব হয়। বারবার জলের তৃষ্ণা লাগে

সোডিয়ামের মাত্রা বেশি হলে অর্থাৎ, খুব বেশি নুন খেলে বা ফাস্ট ফুড খেলেও বারবার জলের তৃষ্ণা লাগে

জ্বর বা কোনও রকম সংক্রমণ হলেও এই সমস্যা দেখা দিতে পারে

সংক্রমণ বা জ্বর হলে শরীর গরম হতে থাকে। যে কারণে শরীরের বেশি জলের প্রয়োজন পড়ে। বারবার তৃষ্ণা লাগে

পর্যাপ্ত ঘুম না হওয়া এবং মানসিক উদ্বেগও বারবার জল তৃষ্ণার কারণ