দেওয়াল থেকে কত দূরে রাখা উচিত ফ্রিজ ? না জানলে বাড়তে পারে বিপদ

Published by: ABP Ananda
Image Source: Pixabay

এই তীব্র গরমের সময়ে বেশ কিছু বাড়িতে ফ্রিজ বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে।

Image Source: Pixabay

এসির মত আপনার ফ্রিজও যে কোনও মুহূর্তে ফেটে যেতে পারে।

Image Source: Pixabay

তাই খেয়াল রাখতে হবে দেওয়াল থেকে ফ্রিজের দূরত্ব যেন ঠিক থাকে।

Image Source: Pixabay

ফ্রিজের কম্প্রেসরের ফাঁকা জায়গা দরকার হয় হাওয়া চলাচলের জন্য।

Image Source: Pixabay

আর যখন কেউ দেয়ালে একেবারে লাগিয়ে রাখেন ফ্রিজ, তখন হাওয়া যেতে পারে না।

Image Source: Pixabay

এর ফলে ফ্রিজের কম্প্রেসরের উপর চাপ পড়ে এবং তা অতিরিক্ত গরম হয়ে যায়।

Image Source: Pixabay

দেওয়াল থেকে ন্যূনতম ১৫-২০ ইঞ্চির দূরত্বে ফ্রিজ বসানো দরকার।

Image Source: Pixabay

এর ফলে কম্প্রেসরের উপর বেশি চাপ পড়বে না।

Image Source: Pixabay

তাছাড়া বহু সময় যাবৎ ফ্রিজ ব্যবহার না করলে কিংবা ফ্রিজে খাবার না রাখলে পাওয়ার অফ করে দিতে হবে ।

Image Source: Pixabay