ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ ঢ্যাঁড়স স্ক্যাল্পে পুষ্টি জোগায় এবং চুলের গোড়া মজবুত করে

Published by: ABP Ananda

৪ থেকে ৫টা ঢ্যাঁড়স কেটে একটা বাটি বা গ্লাসে সারারাত ভিজিয়ে রাখুন

Published by: ABP Ananda

পরের দিন সকালে ৫ থেকে ৭ মিনিট পর্যন্ত ওই মিশ্রণ ফোটাতে হবে

Published by: ABP Ananda

এরপর ঠান্ডা করে ওই জল একটি স্প্রে বোতলে ছেঁকে রাখতে হবে

Published by: ABP Ananda

একদিন অন্তর এই জল চুলের গোড়া স্প্রে করতে হবে

Published by: ABP Ananda

যাতে স্ক্যাল্পে ভাল করে মিশে যায় তার জন্য হালকা হাতে মাসাজ করতে হবে

Published by: ABP Ananda

স্ক্যাল্পে ব্যবহারের পর হয় সারারাত নাহলে অন্তত ২ থেকে ৩ ঘণ্টা রেখে দিতে হবে

Published by: ABP Ananda

শুকিয়ে সালফেট মুক্ত হালকা শ্যাম্পু ব্যবহার করতে হবে

Published by: ABP Ananda

সপ্তাহে দুদিন ব্যবহারে চুল মজবুত হবে, ঝট মুক্ত এবং নরম হবে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda