চোখের নীচে অনেক সময়ই
দানা দানা গজাতে দেখা যায়


গঠন বেশ শক্ত, একটু সাদাটে,
বাগে আসে না কিছুতেই


ইংরেজিতে এগুলিকে
বলা হয় Milia


Milia থেকে রেহাই
পাওয়ার টোটকা রয়েছে কিছু


জোরে ঘষবেন না একেবারেই,
হালকা হাতে স্ক্রাব করুন


গরম জল করে ভাপ নিতে পারেন,
কাপড় ভিজিয়ে সেঁকও দিতে পারেন


১৫ মিনিট মধু লাগিয়ে রাখুন,
ধুয়ে নিন উষ্ণ জলে


একবারে কাজ হবে না,
তবে ধীরে ধীরে মুক্তি মিলবে


চিকিৎসকদের কাছে গিয়ে
ছুরি-কাঁচিরও সাহায্য নিতে পারেন


Milia এড়াতে ত্বকের
পরিচর্যায় জোর দিন