ওজন কমাতে যাঁরা ডায়েট করছেন নিয়ম মেনে তাঁরা ব্রাউন রাইস বা ঢেঁকি ছাঁটা লালচে রঙের চালের ভাত খান।
Published by: ABP Ananda
Image Source: Pexels
July 24, 2024
ব্রাউন রাইস অনেকক্ষণ আমাদের পেট ভরিয়ে রাখে। খাইখাই ভাব কমায়। প্রচুর ফাইবার থাকে ব্রাউন রাইসে। শরীরে এনার্জির জোগান দেয়।
Published by: ABP Ananda
Image Source: Pexels
July 24, 2024
শরীরচর্চা করার পর বিভিন্ন ধরনের বাদাম খেতে পারেন আপনি। এইসব বাদাম আপনাকে ভরপুর এনার্জির জোগান দেবে।
Published by: ABP Ananda
Image Source: Pexels
July 24, 2024
আমন্ড, আখরোট, কাজু রাখুন পাতে। এগুলি ভিটামিন, প্রোটিন, মিনারেলস যুক্ত খাবার। থাকে হেলদি ফ্যাটও। শরীরচর্চার পর পেশীকে স্বাভাবিক করতে এইসব উপকরণ কাজে লাগে।
Published by: ABP Ananda
Image Source: Pexels
July 24, 2024
শরীরচর্চা করার পর বিভিন্ন ধরনের বীজ-জাতীয় খাবার খেতে পারেন। চিয়াসিড, কুমড়োর বীজ, তিল এগুলি খেলে উপকার পাবেন।
Published by: ABP Ananda
Image Source: Pexels
July 24, 2024
এইসব বীজে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, মিনারেলস থাকে যা পেট ভরায়, মেটাবলিজম রেট বাড়ায়, ওজন নিয়ন্ত্রণে রাখে।
Published by: ABP Ananda
Image Source: Pexels
July 24, 2024
ওয়ার্ক আউট সেশনের পরে অবশ্যই পাতে রাখুন কম ক্যালোরি যুক্ত ফল যেমন- আপেল, কমলালেবু, প্লাম- এগুলি যা পেট ভরিয়ে রাখবে দীর্ঘক্ষণ।
Published by: ABP Ananda
Image Source: Pexels
July 24, 2024
ফলের মধ্যে ভিটামিন, মিনারেলস, ফ্ল্যাভোনয়েডস থাকে। এগুলি হজমশক্তি ভাল করে। মেটাবলিজম রেট বাড়ায়। আর ওজন কমাতে সাহায্য করে।