লাঞ্চ বা ডিনারের পরেই মিষ্টি খাওয়ার অভ্যাস ? সাবধান !

Published by: ABP Ananda
Image Source: pexels

খাবার খাওয়ার পরে মিষ্টি খাওয়ার কথা আমরা সবাই ছোটবেলা থেকে শুনে আসছি।

Image Source: pexels

অনেকের মধ্যেই এই অভ্যাস রয়েছে।

Image Source: pexels

অতিরিক্ত মিষ্টি খাওয়া আপনার স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলতে পারে।

Image Source: pexels

খাবার খাওয়ার পরে প্রতিদিন মিষ্টি খেলে দাঁতে পোকা ধরতে পারে।

Image Source: pexels

এই অভ্যাসের কারণে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়তে পারে।

Image Source: pexels

প্রতিদিন মিষ্টি খেলে ওজন বাড়তে পারে।

Image Source: pexels

বেশি চিনিযুক্ত খাবার খেলে অন্ত্রে থাকা মাইক্রোবস প্রভাবিত হতে পারে।

Image Source: pexels

এতে পেটের নার্ভ সিস্টেমেও প্রভাব পড়তে পারে।

Image Source: pexels

এছাড়াও মিষ্টি খেলে পেট ভার, বদহজম এবং গ্যাস হতে পারে।

Image Source: pexels