অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করতে হবে ত্বক, তাই রোদে দিনের বেলা বাড়িতে হোক বা বাইরে ব্যবহার করতে হবে সানস্ক্রিন

Published by: ABP Ananda

মুখ কী দিয়ে কীভাবে ধোয়া হচ্ছে এবং ধোয়া হচ্ছে সেদিকেও নজর দিতে হবে

Published by: ABP Ananda

ত্বকের উপর বয়সে ছাপ পড়া নিয়ন্ত্রণ করতে ধূমপান ত্যাগ করতে হবে

Published by: ABP Ananda

দিনে দুবারের বেশি ফেস ওয়াশ ব্যবহার নয়, নাহলে ত্বকের প্রাকৃতিক তেল চলে যাবে

Published by: ABP Ananda

মানসিকভাবে সুস্থ থাকতে হবে, স্ট্রেসের কারণে অনেক সময় সেই ছাপ মুখে পড়ে

Published by: ABP Ananda

ত্বক সুস্থ রাখতে চাইলে ভাল রাখতে হবে পেট, পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে

Published by: ABP Ananda

ত্বকে যাই ব্যবহার করুন না কেন, খাওয়াদাওয়ার দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন, খেতে হবে স্বাস্থ্যকর খাবার

Published by: ABP Ananda

ত্বকে যাতে বয়সের ছাপ না পড়ে তা রোধ করতে প্রতিদিন অন্তত ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমাতে হবে

Published by: ABP Ananda

ত্বকের যত্নের পাশাপাশি শরীরচর্চা, যোগাসন করতে হবে নিয়মিত

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda