চুল পড়ার সমস্যায় অনেকেই জেরবার।



চুলে রোজ তেল মাখছেন ? এতেও বাড়তে পারে চুল পড়া।



চুলের আর্দ্রতা ধরে রাখতে তেল মাখতে বলেন অনেকেই।



কিন্তু রোজই তেল মাখা উচিত চুলে ?



স্ক্যাল্পে খুশকি থাকলে তেল মাখা কমাতে হবে।



চুলের গোড়া বেশি তৈলাক্ত হয়ে গেলে সমস্যায় পড়বেন।



তেল মাখলে চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়ে।



তেল মেখে কিছুক্ষন পর চুলে শ্যাম্পু করা দরকার।



তবে সপ্তাহে তিন দিন তেল মাখলে ভাল।



ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।



Thanks for Reading. UP NEXT

ফ্রিজে যে জিনিসগুলি রাখলে হয়ে উঠবে অস্বাস্থ্যকর

View next story