Image Source: পিটিআই

সকালে ঘুম থেকে উঠে যোগাসন করেন অনেকে।

Image Source: পিটিআই

এই সময় পেট একেবারে খালি থাকে।

Image Source: পিটিআই

কিন্তু যোগ প্রশিক্ষক সৌরভশেখর কুণ্ডু জানাচ্ছেন, যোগাসন মোটেই খালি পেটে করা উচিত নয়।

Image Source: পিটিআই

যোগাসন শুরু করার আগে দুটো বিস্কুট খেয়ে নিন।

Image Source: পিটিআই

অথবা আরও স্বাস্থ্যকর খাবার ভেজানো ছোলা খেয়ে নিতে পারেন।

Image Source: পিটিআই

যোগাসন করার আগে অল্প হলেও খাবার খেতে হবে।

Image Source: পিটিআই

যোগাসন করার সেরা সময়ও জানিয়েছেন সৌরভ।

Image Source: পিটিআই

তাঁর কথায়, যোগাসন সকালে না করতে পারলে বিকেল বা রাতেও করা যায়।

Image Source: পিটিআই

অফিস থেকে ফিরে অল্প জলখাবার খেয়ে যোগাসন করে নিতে পারেন।

Image Source: পিটিআই

ডিসক্লেমার: এই দাবি পরামর্শস্বরূপ। মেনে চলার আগে সরাসরি বিশেষজ্ঞের মত নিন।