ঠাকুমার দেওয়া এই উপায়গুলির মাধ্যমে আপনার চুল পড়া তৎক্ষণাৎ বন্ধ হবে

Published by: ABP Ananda
Image Source: pexels

চুলের সমস্যা আজকাল একটি বড় সমস্যা।

Image Source: pexels

এইজন্য আমরা অনেক দামি তেল এবং শ্যাম্পু ব্যবহার করি।

Image Source: pexels

এই পরিস্থিতিতে আসুন জেনে নেওয়া যাক, ঠাকুমার এই টোটকাগুলির মাধ্যমে কীভাবে চুল পড়া বন্ধ করা যায়।

Image Source: pexels

পেঁয়াজের রস চুলে লাগিয়ে ৩০-৬০ মিনিট পর ধুয়ে ফেলুন।

Image Source: pexels

এতে থাকা সালফার চুলের গোড়া মজবুত রাখে।

Image Source: Pexels

মেথির দানা ভিজিয়ে পেস্ট তৈরি করুন এবং চুলে লাগান।

Image Source: pexels

এই উপাদান কেশকে ঘন ও লম্বা করতে সাহায্য করে।

Image Source: pexels

নারকেলের তেলে কারি পাতা দিয়ে গরম করুন এবং ঠান্ডা হলে স্ক্যাল্পে লাগান।

Image Source: pexels

এই পদ্ধতি চুলের বৃদ্ধিতে সাহায্য করে ও চুল পড়া কমায়।

Image Source: pexels