ভোরের দিকে এখন রোজই বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। বেশি রাতের দিকেও হাওয়ায় রয়েছে শিরশিরানি।

Published by: ABP Ananda
Image Source: Pexels

আবহাওয়া বা মরশুম পরিবর্তনের এই সময় থেকে রোজ সকালে অল্প মধু খাওয়ার অভ্যাস করতে পারেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

গরম জল এবং পাতিলেবুর রসের সঙ্গে মধু মিশিয়ে খেতে পারেন আপনি। কিংবা খেতে পারেন গরম দুধে মিশিয়ে। অথবা শুধুও খাওয়া যায়।

Published by: ABP Ananda
Image Source: Pexels

নিয়মিত মধু খাওয়ার অভ্যাস থাকলে অনেক উপকার পাবেন আপনি। তবে রোজ খেলে অল্প পরিমাণে খেতে হবে মধু।

Published by: ABP Ananda
Image Source: Pexels

এমন নয় যে শুধুমাত্র সকালেই মধু খাওয়া যাবে। দিনের যেকোনও সময়েই খেতে পারেন মধু। উপকার পাবেন অনেক।

Published by: ABP Ananda
Image Source: Pexels

যাঁদের ঘুমের সমস্যা রয়েছে তাঁরা ঘুমানোর আগে গরম দুধে মধু মিশিয়ে খেতে পারেন। ভাল ঘুম হবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

মধুর মধ্যে থাকা ন্যাচারাল সুগার মেলাটোনিন নামে একটি হরমোনের ক্ষরণে সাহায্য করে যা ভাল ঘুম হতে সহায়তা করে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

মধু খেলে স্বভাবতই গ্লুকোজের জোগান বজায় থাকে আমাদের শরীরে। ফলে ভরপুর এনার্জি পাই আমরা।

Published by: ABP Ananda
Image Source: Pexels

অল্পেতেই যাঁদের সর্দি-কাশি হয়, ঠান্ডা লেগে যায়, তাঁদের জন্য মধু খাওয়া খুবই উপকারী। ইমিউনিটি বাড়ায় এই উপকরণ।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Published by: ABP Ananda
Image Source: Pexels