যেখানে নোংরা রয়েছে সেখানে বেকিং সোডা ছড়িয়ে তার উপর ভিনিগার স্প্রে করে দিন

Published by: ABP Ananda

কিছুক্ষণ ওই অবস্থায় রেখে শুকনো কাপড় দিয়ে মুছলেই উঠে আসবে নোংরা

Published by: ABP Ananda

সম পরিমাণ জল এবং লেবুর রস দিয়ে মাইক্রোওয়েভে দিতে হবে

Published by: ABP Ananda

এরপর একটা কাপড় দিয়ে মাইক্রোওয়েভেনের ভেতরটা মুছে নিতে হবে

Published by: ABP Ananda

নোংরা বাসন গরম জল এবং লিক্যুইড সোপের মধ্যে ডুবিয়ে রাখতে হবে

Published by: ABP Ananda

আরও ভাল ফল পেতে ভিনিগার মিশিয়ে নিলে ঝকঝকে হবে বাসন

Published by: ABP Ananda

বেকিং সোডার সঙ্গে হাইড্রোজেন পারঅক্সাইড মিশিয়ে নিন

Published by: ABP Ananda

যেসব জায়গায় দাগ রয়েছে সেই সব জায়গায় দিয়ে মুছে নিতে হবে

Published by: ABP Ananda

স্টিলের বাসন পরিষ্কার করে রাখতে ব্যবহার করতে হবে লেবুর রস

Published by: ABP Ananda

লেবু কেটে মাখিয়ে রাখতে হবে বাসনে তারপর তা ধুয়ে নিতে হবে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda