চা খাওয়া ভাল না খারাপ, তা নিয়ে মতভেদ আছে, বা খেলে কোনও চা উপকারী তা নিয়েও নানা জনের নানা মত

Published by: ABP Ananda

হৃদযন্ত্রের কোনও সমস্যার আশঙ্কা হ্রাস করে লাল চা, পাশাপাশি হার্টের স্বাস্থ্যও রাখে ভাল

Published by: ABP Ananda

এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা অক্সিডেটিভ স্ট্রেস কমাতে পারে, ক্যান্সারের আশঙ্কাও কমায়

Published by: ABP Ananda

শরীরের প্রয়োজনীয় ব্যাক্টেরিয়া তৈরিতে সাহায্য করে, ফলে হজম হয় দ্রুত

Published by: ABP Ananda

এতে উপস্থিত ক্যাফেইন লক্ষ্যে স্থির থাকতে সাহায্য করে, ক্লান্তি দূর করে

Published by: ABP Ananda

মেটাবলিজ়ম বাড়াতে পারে লাল চা, ওজন কমাতে সাহায্য করে

Published by: ABP Ananda

চিনি বা মিষ্টি জাতীয় কোনও উপাদান ছাড়া চা খেলে তাতে রক্তে শর্করার মাত্রাও থাকে নিয়ন্ত্রণে

Published by: ABP Ananda

এতে আছে অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান, যা মুখের স্বাস্থ্যের জন্য উপকারী

Published by: ABP Ananda

শরীর সতেজ রাখতে পারে এই চা, এতে ফ্লুইডের ভারসাম্য ঠিক থাকে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda