কিন্তু কামরাঙা হাতে
পেলে হাতছাড়া করবেন না


কারণ বহু গুণের
অধিকারী এই কামরাঙা


ভিটামিন সি-তে পরিপূর্ণ,
অ্যান্টি অক্সিড্যান্টে সমৃদ্ধ


সংক্রমণের বিরুদ্ধে লড়তে
সাহায্য় করে কামরাঙা


মানবশরীরের কোষকে
ক্ষতিগ্রস্ত হতে দেয় না


ফাইবারে পরিপূর্ণ কামরাঙা
হজমশক্তি বাড়ায়


কোষ্ঠকাঠিন্যের সমস্যা
দূর করে কামরাঙা


পেটের ফোলাভাব,
পেটব্যথা কমে যায়


রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে
সাহায্য় করে কামরাঙা


কোলেস্টেরল বাড়তে দেয় না,
হৃদরোগ, স্ট্রোকের ঝুঁকি কমায়


অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে,
ফলে ঘন ঘন খিদে পায় না


এব্যাপারে চিকিৎসকের
পরামর্শ নিন অবশ্যই