কাঁচা লঙ্কার অনেক স্বাস্থ্যগুণ রয়েছে। তাই রান্নায় ব্যবহারের পাশাপাশি এমনিও খাওয়া শরীরের পক্ষে ভাল।



তাই বলে মুঠো মুঠো কাঁচা লঙ্কা খেতে যাবেন না। তাতে হিতে বিপরীত হবে। শরীর-স্বাস্থ্য ভাল থাকার পরিবর্তে খারাপ হয়ে যাবে।



এবার চলুন জেনে নেওয়া যাক মাঝে মাঝে কাঁচা লঙ্কা এমনিই চিবিয়ে খেলে কী কী উপকার পাবেন আপনি।



কাঁচা লঙ্কা খেলে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। তার ফলে হার্ট ভাল থাকে।



রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে কাঁচা লঙ্কা। তাই মাঝে মাঝে খেতে পারেন।



কাঁচা লঙ্কা খেলে আমাদের শরীরে মেটাবলিজম রেট বাড়ে। ফলে ওজন থাকে নিয়ন্ত্রণে। অতিরিক্ত ফ্যাট ঝরে যায়।



আমাদের শরীরের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে কাঁচা লঙ্কা। তবে অল্প পরিমাণে মাঝে মাঝে খাওয়াই ভাল স্বাস্থ্যের পক্ষে।



হাড়ের গঠন মজবুত করতে কাজে লাগে কাঁচা লঙ্কা। তাই মাঝে মাঝে ভাতের পাতে চিবিয়ে খান কাঁচা লঙ্কা।



দৃষ্টিশক্তি প্রখর করতেও কাজে লাগে কাঁচা লঙ্কা খাওয়ার অভ্যাস। কিন্তু বেশি পরিমাণে যাতে একেবারেই খাওয়া না হয় সেদিকে নজর দিন।



ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।