হার্ট অ্যাটাকের আগে শরীর এই পাঁচ সংকেত দেয়

হঠাৎ আসে না হার্ট অ্যাটাক। আসার আগে অনেক সংকেত দেয়

অনেক সময় মানুষ এই সংকেতগুলি উপেক্ষা করেন। যা খুবই ক্ষতিকারক

হার্ট অ্যাটাক আসার আগে বুকে চাপ বা জ্বলন অনুভূত হয়

শরীরে হঠাৎ করে ক্লান্তি বোধ হয় ও অস্বস্তি হয়

শ্বাসকষ্টও এই ঝুঁকির কারণ হতে পারে

বাঁ হাত বা পীঠে ব্যথা হতে থাকাও হার্ট অ্যাটাকের সংকেত হতে পারে

কখনো কখনো অকারণেই ঘাম হতে থাকে, মাথা ঘুরতে থাকে। যা ক্ষতিকারক হতে পারে

বিশেষ করে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও বেশি কোলেস্টেরল থাকা লোকজনের সতর্ক থাকা উচিত

এই সংকেতগুলি খুবই ক্ষতিকারক। তাই এগুলি এড়িয়ে যাবেন না