৪২ বছরে প্রয়াত মডেল-অভিনেত্রী শেফালি জরিওয়ালা।

Published by: ABP Ananda
Image Source: pexels

গতকাল আন্ধেরির লোখান্ডওয়ালার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন অভিনেত্রী।

Image Source: pexels

জানা গিয়েছে, ১৫ বছর থেকেই তিনি এপিলেপ্সিতে আক্রান্ত।

Image Source: pexels

কী এই অসুখ, চিকিৎসাই বা কী

Image Source: pexels

এর সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে কাঁপুনি, শরীর শক্ত হয়ে যাওয়া, অজ্ঞান হয়ে যাওয়া, পেশী দুর্বলতা

Image Source: pexels

তবে এপিলেপ্সির সংজ্ঞা অনুসারে জ্বরের সময়ে ঘটে যাওয়া এই খিঁচুনিকে এপিলেপ্সি বলা হয় না

Image Source: pexels

মৃগীরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা ওষুধ। কিছু ক্ষেত্রে অস্ত্রোপচারও।

Image Source: pexels

বিশেষজ্ঞদের মতে, মৃগীরোগে আক্রান্ত রোগীদের ওষুধ সবসময় সময় মতো খাওয়া উচিত।

Image Source: pexels

কমপক্ষে ২৪ ঘন্টার ব্যবধানে যদি কারও কমপক্ষে দুটি প্ররোচনাবিহীন খিঁচুনি হয়,তাহলে মৃগীরোগবলা হয়ে থাকে।

Image Source: pexels

এছাড়াও মৃগীরোগের চিকিৎসায় কিছু বিশেষ খাদ্য, যেমন কেটোজেনিক ডায়েটও সাহায্য করতে পারে।

Image Source: pexels

অনেক সময় রোগীকে ক্রিটিক্যাল কেয়ারের তত্ত্বাবধানে রাখতে হয়।



মৃগী রোগের কেমন চিকিৎসা হবে, তা ঠিক করবে রোগের কারণ। অসুখের শিকড় খুঁজতে দরকার নানা পরীক্ষা