হিন্দু ধর্মে হোলি উৎসবের খুবই গুরুত্ব রয়েছে

এ বছর হোলি খেলা হবে ১৪ মার্চ

হিন্দু পঞ্চাং অনুসারে, হোলি উৎসব ফাল্গুন মাসের পূর্ণিমায় পালন করা হয়

কিন্তু, জানেন কি নববধূকে বিয়ের পর তাঁর প্রথম হোলি কেন শ্বশুরবাড়িতে খেলতে নেই ?

নববধূ প্রথম হোলি শ্বশুরবাড়িতে খেললে, তাতে ক্লেশ বাড়ে বলে বিশ্বাস

নতুন বউ প্রথম হোলি শ্বশুরবাড়িতে খেললে সহজও হতে পারেন না। নানা চিন্তা ভিড় করে অনেকের মনেই

বিশ্বাস অনুযায়ী, নববধূর প্রথম হোলি বাপেরবাড়িতে খেলা উচিত

এতে বিবাহিত জীবন ভালো হয় এবং এর সঙ্গে সঙ্গে শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে সম্পর্কও ভালো হয়ে যায়

প্রথম হোলি শ্বশুরবাড়িতে খেললে বউ ও শাশুড়ির মধ্যে সম্পর্কে টানাপোড়েন আসতে পারে বলেও মনে করা হয়

তাই, প্রথম হোলি শ্বশুরবাড়ির পরিবর্তে নব দম্পতির বাপেরবাড়িতে কাটানো উচিত