চুল ভাল রাখতে বিভিন্ন জিনিস ব্যবহার করার পরেও ফল মেলে না সবসময়

Published by: ABP Ananda

চুল ঝরার সমস্যা তো রয়েছেই তার সঙ্গে রয়েছে রুক্ষতাও

Published by: ABP Ananda

এই রুক্ষতার কারণ যাই হোক না কেন, ঘরোয়া উপাদানের সাহায্যেই চুল হতে পারে কোমল

Published by: ABP Ananda

শ্যাম্পু করার পর সামান্য নারকেল মাখলে কোমল, উজ্জ্বল হবে চুল

Published by: ABP Ananda

অ্যাপেল সিডার ভিনিগার গোড়া থেকে চুল শক্ত করে, নতুন চুল গজায়, চুল ছেঁড়াও কমায়

Published by: ABP Ananda

স্ক্যাল্পের রুক্ষতা দূর করে, অ্যালোভেরা জেল মেখে দশ মিনিট রেখে শ্যাম্পু করে নিতে হবে

Published by: ABP Ananda

অলিভ ওয়েল গরম করে মাথায় মেখে আধ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন

Published by: ABP Ananda

কলার সঙ্গে অলিভ ওয়েল মিশিয়ে মাস্ক হিসেবে মেখে ধুয়ে ফেলতে হবে

Published by: ABP Ananda

ডিম এবং মধু একসঙ্গে মিশিয়ে মাস্ক হিসেবে ব্যবহার করুন, কোমল হবে চুল দ্রুত

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।